Wednesday, August 31, 2016

Outsourcing Ideas

আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বললে আমাদের সামনে ইন্টারনেট কথাটি ভেসে উঠে। কারণ: আমরা এগুলোকে ইন্টারনেটের মাধ্যমে বহির্বিশ্বের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির দেওয়া শর্তানুযায়ি তার কাজ করে অর্থ উপার্জনকে বুঝাই। হ্যাঁ,আমাদের ধারণা কিছুটা ঠিক। অধিকাংশ ফ্রিল্যান্সারই অপরিচিত ব্যক্তিদের কাজই করে থাকে,এজন্য বাইরের দেশের কাজই বেশি করা হয়। আউটসোর্সিংএ USA,China,Australia,Singapore,India ইত্যাদি দেশের ফ্রিল্যান্সাররা বেশ প্রভাব বিস্তার করে আছে। তথ্য প্রযুক্তির উন্নয়ন ও মুক্তকরণ এর মূল কারণ। এসব দেশে ইন্টারনেট ও প্রযুক্তিগত সুবিধা অনেকটাই মুক্ত ও সুবিস্তৃত।
আউটসোর্সিং মূলত চুক্তিবদ্ধ হয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে দেওয়াকে বুঝায়। ইদানিং আউটসোর্সিংকে ফ্রিল্যান্সিং হিসেবেও আক্ষায়িত করা হচ্ছে।
আউটসোর্সিং করার নানাবিধ পদ্ধতি আছে। যেমন: Professional-Work, Team-Working, Timing-Task, Short-Time-Earnings, Affiliate-Marketing, Advertising,Revenue-Sharing ইত্যাদি।
এদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য হলো:Professional-Work, Team-Working, Timing-Task ও Affiliate-Marketing। কারণ: যেসকল প্রতিষ্ঠান বা ব্যক্তিরা এসব কাজের সেবা দিয়ে থাকে,তারা এটাকে সম্পূর্ণ নিরাপদ,যাচাইকৃত ও সুবিস্তৃত এবং দীর্ঘায়ু করে থাকে।
যদিও অন্যান্য বিভাগগুলোও মানসম্মত। তবে তাদের সাইটে কাজ করার পূর্বে যাচাই করে নিতে হয়। কারণ:অনলাইনে প্রচুর পরিমাণে নকল ও ধোকাবাজি করার সাইট আছে। এরা অর্থের লোভ দেখিয়ে নিজেদের লাভটুকু হাসিল করে নেয়।
যাই হোক,এখানে আমরা বিশ্বাসযোগ্য সাইটগুলো নিয়ে কথা বলবো ও এথেকে আশানুরূপ লাভ করার জন্য তৈরি হবো।